শেরেবাংলা এ কে ফজলুল হক পদকে ভুষিত হলেন ব্যারিস্টার মোজাক্কির হোসাইন

প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

শেরেবাংলা এ কে ফজলুল হক পদকে ভুষিত হলেন ব্যারিস্টার মোজাক্কির হোসাইন

আইন পেশায় অনবদ্য অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরুপ শেরেবাংলা এ কে ফজলুল হক সম্মাননা পদকে ভূষিত হলেন সিলেট বিভাগের কৃতি সন্তান সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন।
বুধবার ( ৩০ অক্টোবর) বিকেলে ঢাকা পুরানা পল্টন জাতীয় ক্রীড়া পরিষদ ভবন এর এনএসসি টাওয়ার পুষ্পাদাম থাই চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্ট এর কনফারেন্স হলে ‘অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক এর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা ১৫১তম জন্মবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব ও বিটিআরসি এর সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেন। ঢাকা সামাজিক সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রয়েসর ডক্টর মাহবুব আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পীরজাদা শহীদুল হারুন। ধর্মমন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা প্রসারের মাধ্যমেই শেরে বাংলা চেয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে। বাংলার মুসলমান যখন অশিক্ষা, দারিদ্র ও হতাশায় ভুগছে তখন তিনিই নিরলস প্রয়াস চালিয়ে এই অধপতিত জাতিকে উদ্ধার করেন। শিক্ষার প্রকৃত আলো জ্বেলে ও প্রজাস্বত্ব আইন প্রণয়নের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ফুটিয়েছিলেন উজ্জ্বল হাসি।
আইন পেশায় অনবদ্য অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরুপ শেরেবাংলা সম্মাননা পদকে ভূষিত হলেন সিলেট বিভাগের কৃতি সন্তান সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন।
বুধবার ( ৩০ অক্টোবর) বিকেলে ঢাকা পুরানা পল্টন জাতীয় ক্রীড়া পরিষদ ভবন এর এনএসসি টাওয়ার পুষ্পাদাম থাই চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্ট এর কনফারেন্স হলে ‘অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক এর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা ১৫১তম জন্মবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব ও বিটিআরসি এর সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেন। ঢাকা সামাজিক সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মাহবুব আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্মমন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, ব্যারিস্টার মোজাক্কির হোসাইন ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা প্রসারের মাধ্যমেই শেরে বাংলা চেয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতেন। বাংলার মুসলমান যখন অশিক্ষা, দারিদ্র ও হতাশায় ভুগছে তখন তিনিই নিরলস প্রয়াস চালিয়ে এই অধপতিত জাতিকে উদ্ধার করেন। শিক্ষার প্রকৃত আলো জ্বেলে ও প্রজাস্বত্ব আইন প্রণয়নের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ফুটিয়েছিলেন উজ্জ্বল হাসি।

সর্বশেষ সংবাদ