শেরেবাংলা লিডারশীপ এ্যাওয়ার্ডে ভুষিত হলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

আইন পেশায় ও সমাজসেবায় অনবদ্য অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরুপ শেরেবাংলা এ কে ফজলুল হক লিডারশীপ এ্যাওয়ার্ড সম্মাননা পদকে ভূষিত হলেন সিলেট এর কৃতি সন্তান আয়কর আইনজীবী সিলেট জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর।
শনিবার ( ২৫ জানুয়ারী ) বিকেলে রাজধানীর বিজয়নগর পুরানা পল্টন টাওয়ার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শেরেবাংলা এ কে ফজলুল হক এর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা. শেরে বাংলা লিডারশীপ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব ও বিটিআরসি এর সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেন। শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কার কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জকরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব শেখ মোহাম্মদ আব্দুল মান্নান। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা প্রসারের মাধ্যমেই শেরে বাংলা চেয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতেন। বাংলার মুসলমান যখন অশিক্ষা, দারিদ্র ও হতাশায় ভুগছে তখন তিনিই নিরলস প্রয়াস চালিয়ে এই অধপতিত জাতিকে উদ্ধার করেন। শিক্ষার প্রকৃত আলো জ্বেলে ও প্রজাস্বত্ব আইন প্রণয়নের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ফুটিয়েছিলেন উজ্জ্বল হাসি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ