সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন// সভাপতি সিরাজুল হুসেন আহমদ (আলমগীর) ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু

প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন// সভাপতি সিরাজুল হুসেন আহমদ (আলমগীর) ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। নির্বাচনে সমিতির ২৮৭ জন সদস্যদের মধ্যে ২৪৩ জন সদস্য তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। নির্বাচনে ৬টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে সভাপতি পদে সিরাজুল হুসেন আহমদ (আলমগীর), সহসভাপতি পদে গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফজলুর রহমান শিপু, যুগ্ম সম্পাদক-১ পদে অজিত কুমার রায়, সহ-সম্পাদক পদে মোসা. ইসরাত জাহান নিপা, নির্বাচন কমিশনার পদে সদরুল হাসান চৌধুরী নির্বাচিত হন। আগে যুগ্ম সম্পাদক-২ পদে মোহাম্মদ জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ পদে প্রভাত চন্দ্র দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক পদে সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক পদে মওদুদ আহমদ এবং সদস্য পদে মো. সোলেমান হোসেন খান, মো. রফিকুল হক, মৃত্যুঞ্জয় ধর ভোলা অ্যাডভোকেট, মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, মো. আবুল ফজল, সুব্রত কুমার রায়, মো. হাছনু চৌধুরী, কাউছার মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ আজমল হোসেন অ্যাডভোকেট সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৫ সেশনের নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. ইফতিয়াক হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণা শেষে ২০২৫ সালের বিজয়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ