নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র মতবিনিময় ও সম্মাননা প্রদান

প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র মতবিনিময় ও সম্মাননা প্রদান

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২১ জানুযারী সোমবার সন্ধায় নগরীর একটি অভিজাত হোটেল এর সভাকক্ষে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম দলা মিয়া বাগেরহাট জেলা রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি হওয়ায় সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী এডভোকেট মোঃ আবুল ফজল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান মাহতাব মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গেনাইজেশন ইউকে’র সভাপতি আব্দুল হালিম চৌধুরী, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ফান্ডরাইজিং এন্ড রিলিফ সেক্রেটারি শেখ মুস্তফা কামাল, যুক্তরাজ্য প্রবাসী আনসার চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ আউশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ারা, পানসী গ্রুফ এর চেয়ারম্যান আবু বকর সিতু।
আরও বক্তব্য রাখেন, সিনিযর আইনজীবী এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, মদন মোহন সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রজত কান্তি ভট্রাচার্য, এডভোকেট জো¯œা ইসলাম, ব্যাংক কর্মকর্তা অলিউর রহমান নাহিদ, বিআরটি’র কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বয়েতউল্লাহ, মাহমুদ হাসান, এ আর চৌধুরী সেলিম, তরুণ ব্যবসায়ী জাকারিয়া আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা শফিউল ইসলাম চৌধুরী। উল্লেখ্য আগামী ২৮ ফেব্রুয়ারীর শুক্রবার সাদাপাথর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সমিতির নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেসি-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ