গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো দেড় সহস্রাধিক রোগী

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫

গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো  দেড় সহস্রাধিক রোগী

গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে শুক্রবার( ১০ জানুয়ারী) দিনব্যাপী ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জের কৃতি সন্তান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সিনিয়র কনসালটেন্ট দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট প্রফেসর ডাঃ মোঃ খালেদ মোহসীন প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের উদ্বোধন করেন। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী এডভোকেট মোহাম্মদ আবুল ফজল এর পরিচালনায় এবং সমিতির সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও চিকিৎসা প্রদান করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েটস প্রফেসর বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ এস এম হাবিবউল্লাহ সেলিম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (প্রশাসন), হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ বদরুল আমিন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল মূয়ীদ রবিন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক আইসিইউ এন্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মহসিন মামুন, এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক , প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ খুর্শেদা তাহমীন সীমু, আল হারামাইন হসপিটালের স্ত্রী রোগ প্রসূতি ও গাইনী চিকিৎসক ডাঃ শাহনাজ রহমান চৌধুরী, আল হারামাইন হসপিটালের হাড়-জোড়া ও বাত ব্যথা বিশেষজ্ঞ ও অর্থপেডিকস সার্জন ডাঃ চৌধুরী রব জুবায়ের, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ নুরুল হুদা নাঈম, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন চৌধুরী, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জাহান আহমেদ পরাগ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ ধ্রুবজ্যোতি রায় চৌধুর, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ জাফরুল হোসাইন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মহসিন মামুন,এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাঃ মির্জা লুৎফুল বারী, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জাহান আহমেদ পরাগ, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ এম এ আউয়াল, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের রেজিস্ট্রার ডাঃ সৈয়দা তাহমীনা ফেরদৌস, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান মোঃ মাহতাব মিয়া, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সহসভাপতি তালেব উদ্দিন, মঈনুদ্দিন, সফিকুর রহমান ফারছু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী নজরুল হাকিম, ব্যারিস্ট্রার মোজাক্কির হোসাইন, শেখ মোস্তফা কামাল, সমিতির সহসভাপতি ছালেহ আহমদ চৌধুরী, সৈয়দ মতিউর রহমান পিয়ারা, সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল করিম দলা মিয়া, সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির, পানসী গ্রুফের চেয়ারম্যান আবু বকর শিতু, বিশিষ্ট সমাজসেবী বয়েতউল্লাহ, এডভোকেট মফিজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, শাহ ছালিক মিয়া, মোহাম্মদ রেনু মিয়া, আনছার চৌধুরী, শাহ মোস্তাকিম আলী প্রিন্স, এস আর চৌধুরী সেলিম, বাংলাদেশ রিপোর্টার সোসাইটি সিলেট বিভাগের সভাপতি সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, ডেন্টিস্ট আজাদ আলী সুমন, প্লাটিনাম আইটির চেয়ারম্যান সালেহ আহমদ, এইমস এর ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া আহমদ, আবুল কাশেম মাস্টার, সৈয়দ আদিল প্রমুখ। আয়োজিত চিকিৎসা সেবা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর সহযোগিতায় দিনব্যাপী চিকিৎসাসহ স্থানীয়ভাবে এ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এবং সন্ধানী সিলেট ইউনিট রক্তের গ্রুফ নির্নয় করে। চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় দেড় সহস্রাধিক রোগী ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা গ্রহণ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগী রোগীরা। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। অনুষ্ঠানের বক্তারা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মকান্ডে আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে এবং এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য সবাইকে মহৎ কাজে সহযোগিতার আহ্বান জানান। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ