হবিগঞ্জ আইনজীবী কল্যাণ সমিতি সিলেট এর অভিষেক সম্পন্ন

প্রকাশিত: ৫:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

হবিগঞ্জ  আইনজীবী কল্যাণ  সমিতি সিলেট এর  অভিষেক সম্পন্ন

হবিগঞ্জ আইনজীবী কল্যাণ সমিতি সিলেট আয়োজিত নগরীর একটি অভিজাত হোটেল এর কনফারেন্স হলে ৮ জানুয়ারী বুধবার রাতে হবিগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক-২০২৫- ২৬ ইং অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক আইনজীবী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক বীরমুক্তিযোদ্ধা এ এস এম রাকিবুল হাসান। সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি মুফতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী। সাধারণ সম্পাদক আবজাল মিয়া তালুকদার এডভোকেট এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, সিলেট জেলা ও দায়রা জজ এর পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েটস প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এস এম হাবিবউল্লাহ সেলিম, মৌলভী বাজার আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী, বিটিএল’র সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল ফজল, হবিগঞ্জ আইনজীবী সমিতির সধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মছব্বির বকুল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দেওয়ান মিনহাজ¦ গাজী, হবিগঞ্জ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, ঢাকা দক্ষিণ অগ্রণী ব্যাংক এর ব্যবস্থাপক আব্দুল মুক্তাধির, হবিগঞ্জ আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান প্রমুখ। ব্লাস্ট এর সাবেক কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ইরফানুজ্জান চৌধুরী অভিষেক অনুষ্ঠানে মুফতি অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী সভাপতি ও আবজল মিয়া তালুকদার অ্যাডভোকেট সাধারণ সম্পাদক ৩৬ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করে। এসময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বক্তব্যে বলেন আপনাদের সেবা করার জন্য আমরা কার্যনির্বাহী পরিষদ সর্বদা প্রস্তুত আছি। কোন প্রকার লোভ লালসা আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুতি করতে পারবে না। আইনজীবীদের স্বার্থ রক্ষায় এবং বিচার প্রার্থী জনগোষ্ঠীর ন্যায়বিচার পাওয়ার সকল পরিবেশ তৈরী করতে আমরা বদ্ধ পরিকর। আমাদের বিশ্বাস সকলে ঐক্যবদ্ধ থাকলে সমিতিকে গতিশীল করার সময়ের ব্যাপার ।
প্রধান অতিথি নির্বাচিত পরিষদকে পুস্পস্তবক দিয়ে অভিষিক্ত করেন এবং প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিকে সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ