ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৫ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর মেন্দিবাগস্থ সমিতির কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আজমল হোসাইন এডভোকেট আয়কর আইনজীবী এ তফসিল ঘোষণা করেন।
এসময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী বিটিএল এর ডেপুটি জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান মিঠু, আয়কর আইনজীবী মো. ইফতিয়াক হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।
এছাড়া তফসিল ঘোষনা অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী, বিটিএল এর সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান.সাবেক সহসভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর, সাবেক সহসভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ (আলমগীর). মোঃ খায়রুল আলম, আয়কর আইনজীবী কামাল আাহমদ, কাউসার মাহমুদ সহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর ২০২৪ মনোনয়ন ফরম বিতরণ শুরু, ৫ জানুয়ারি ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৭ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ১৪ জানুয়ারি বৈধ প্রার্থীর তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর রিভিউ, ১২ জানুয়ারি মনোনয়পত্র প্রত্যাহার, ১৪ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আজমল হোসাইন এডভোকেট নির্বাচন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech