ঢাকা ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪
দোয়ারাবাজারে উত্তেজিত জনতার হামলায় ক্ষতিগ্রস্থদের ধর্ম মন্ত্রনালয়ের পক্ষ থেকে ভাংচুর কৃত ঘরবাড়ি ও মন্দির পরিদর্শন করেছেন মন্ত্রনালয়ের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন। একই সাথে তিনি ইসকন মন্দিরও পরিদর্শন করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়ারবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি ও লোকনাথ মন্দির পরিদর্শন করেন । এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলার আহবায়ক অশোক তালুকদার,বিশিষ্ট ব্যাবসায়ী চন্দন ভৌমিক সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এরশাদুর রহমান,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জুয়েল,দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তানভীর আহমদ,দোয়ারাবাজার কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেক হোসেন রাজ, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা তোফায়েল আহমদ রাসেল, ছাতক পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শংকর দাস, স্বেচ্ছাসেবক দল নেতা সাগর বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
গত বুধবার রাতে দোয়ারাবাজার উপজেলায় এক হিন্দু যুবক কর্তৃক পবিত্র কোরআন শরীফে পা দেয়া ছবি ফেসবুকে দেয়াকে কেন্দ্র করে উপজেলা জুড়ে উত্তেজনা দেখা দেয়। এ কারণে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মংলারগাও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন তৌহিদী জনতা।
এসময় অনেকগুলো ঘরবাড়ি ভাংচুর ও লোকনাথ মন্দির ভাংচুর করা হয়। আকাশ দাস কর্তৃক পবিত্র কোরআন শরিফে পা দেয়া ছবি ফেসবুকে ছেড়ে ও কমেন্ট করাতে স্থানীয় মুসলিম তৌহিদী জনতা তাকে ধরার উদ্দ্যেশে আকাশ দাসের বাড়ি ঘেরাও করে। এ সময় স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিরা মুসলিম তৌহিদী জনতাকে বুঝিয়ে ও বাধা দিয়ে ভিকটিম আকাশ দাস ও তার পরিবারকে রক্ষা করেছেন।
খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ভিকটিম আকাশ দাসকে থানায় নিয়ে যায় এবং নিরাপত্তার স্বার্থে তাকে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে পাঠিয়ে দেয়। ছাতক উপজেলা পরিষদ সেনা ক্যাম্প (৪২ বীর) থেকে চারটি টহল দল ক্যাম্প কমান্ডারের নির্দেশে দ্রুত ঘটনাস্থলে পৌছে এবং বড় ধরনের ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা করে। উত্তেজনা কমানোর লক্ষে সঠিক বিচারের আশ্বাস দিয়ে জনগণকে শান্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech