সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে প্রাতঃভ্রমণ সিলেট’র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত: ৮:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে প্রাতঃভ্রমণ সিলেট’র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রাতঃভ্রমণ সিলেট আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গতকাল ২৯ নভেম্বর শ্রক্রবার সকালে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ডক্টর প্রফেসর জসীম আহমদ ।
এডিশনাল রেজিস্টার মোহাম্মদ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং এডিশনাল রেজিস্টার মোঃ শাহ আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম হাসিবুর রহমান, কৃষি অধিদপ্তরের অতিরিক্তি পরিচালক ডক্টর কাজী মুজিবুর রহমান, সিকৃবি উপপরিচালক নিয়ামত উল্লাহ, উপপরিচালক সরওয়াব হোসেন, সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, সুমন তালুকদার, নির্বাহী প্রকৌশলী আল মামুন আকন্দ, উপপরিচালক ডাক্তার নুরুল ইসরাম, সহকারী রেজিস্টার সাখাওয়াত হোসেন, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, এনামুল হক চৌধুরী শামীম,সহকারী নিরাপত্তা কর্মকর্তা মফিজুল ইসলাম প্রমুখ।
শুভ উদ্বোধনকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ডক্টর প্রফেসর জসীম আহমদ বলেন, খেলাধুলা মানসিক প্রসন্নতা বিরাজ করে মানুষকে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। খেলাধুলার সঙ্গে সম্পর্ক রয়েছে দৈহিক সুস্থতা ও মনিসিক পরিতৃপ্তি এবং সুন্দর ও সুস্থ জীবনের জন্য খেলাধুলার প্রয়োজনীয় অনস্বীকার্য। জ্ঞানার্জনের জন্য যেমন জ্ঞানচর্চা আবশ্যক তেমনই সুস্থ দেহ মনের জন্য খেলাধুলা বা শরীর চর্চা প্রয়োজন। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ