নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর মতবিনিময় সভায় ডাঃ বদরুল আমিন

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর মতবিনিময় সভায় ডাঃ বদরুল আমিন

সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ বদরুল আমিন বলেছেন, সমিতির বিভিন্ন কার্যক্রমসহ মানুষকে সহযোগিতা করে আপনাদের পাশে থেকে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। নবীগঞ্জের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ, আমরা একে অন্যের সাথে পরিচিত হয়েছি এটাই আমার মুল সম্পদ। একজন চিকিৎসক হিসেবে মানুষের সুখে দুঃখে পাশে থাকা এবং আপনাদের ভালবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করছি। তিনি গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত এয়ারপোর্ট গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের হলরুমে এক মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক ও দায়রা জজ আদালতের এডিশনাল ্িজপি এডভোকেট মো. আবুল ফজলের পরিচালনায় সমিতির সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট প্রফেসর ডাঃ খালেদ মোহসীন। আরেক সংবর্ধিত অতিথি ব্যারিস্টার মোজাক্কির হোসাইন। বক্তব্য রাখেন, ডাঃ ধুবজোতি, এডভোকেট জোস্না ইসলাম, ব্যাংকার অলিউর রহমন নাহিদ, বিআরটি কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী মো. বয়েত উল্লাহ, মাহমুদ হাসান, আমিনুজ্জামান জোয়াহির, মো. আবু ইউসুফ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।

সর্বশেষ সংবাদ