ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
মো: জাবের হোসেন
সাংবাদিক মোঃ জাবির হোসেন মাদক ব্যবসায়ের প্রতিবাদ করায় সিলেট নগরীর বালুচর সোনারবাংলা এলাকার স্থানীয় সাংবাদিক মোঃ জাবির হোসেন এর বাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। গতকাল রাতে ওই হামলায় স্বীকার সাংবাদিক জাবির সিলেটের নিউজ ডট কম এর স্টাফ রিপোর্টার এবং বালুচর এলাকার বাসিন্দা মো: জাবের হোসেন বলেন, ‘স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা চলছে। এর ফলে আশেপাশের এলাকায় চুরিসহ নানান অপরাধ বৃদ্ধি পেয়েছে।’
তিনি অভিযোগ করেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনটি মোটর সাইকেলে আট সন্ত্রাসীর একটি দল লোহার রড ও হাতুড়ি নিয়ে তার বাড়িতে আসে। তারা আপত্তিকর ভাষায় গালি-গালাজ করতে শুরু করে এবং হাতুড়ি দিয়ে তার বাড়ির গেট ভাঙার চেষ্টা করে।
ফোনে পুলিশ ডাকার পর সন্ত্রাসীরা সেখান থেকে চলে যায়।
ওই ঘটনার জাবির শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘যারা হামলা করেছেন তাদের সবার তথ্য তিনি এখনো দিতে পারেননি। তবে আমরা ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech