বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন আমিনুল ইসলাম

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন আমিনুল ইসলাম

বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের পরিচালক মো: আমিনুল ইসলাম নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। রোববার এক আদেশে তাঁকে এই পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মো: আমিনুল ইসলাম ১৯৯৩ সালে অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ২০২২ সালে তিনি পরিচালক পদে পদোন্নতি পান। তিনি বাংলাদেশ ব্যাংক সিলেটের বিভিন্ন শাখা বিভাগ ও ময়মনসিংহ অফিসে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি তাঁর বিভিন্ন সংগঠন ও সংস্থার সাথে সম্পৃক্ততা রয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাব, ময়মনসিংহের সভাপতি, বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেটের সদস্য সচিব এবং বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

মো: আমিনুল ইসলাম ১৯৬৭ সালের ১লা জানুয়ারি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো: আব্দুল হাসিম ও মাতার নাম মোছা: হাজেরা খাতুন।

তিনি ১৯৮২ সালে দীননাথ ইন্সটিটিউশন সাতকাপন, বাহুবল হতে এসএসসি, ১৯৮৪ সালে মদন মোহন কলেজ, সিলেট হতে এইচএসসি পরীক্ষা পাশ করেন এবং ১৯৮৭ সালে এমসি কলেজ, সিলেট হতে বিএসএস(সম্মান) ও ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এমএসএস(অর্থনীতি) ডিগ্রি লাভ করেন। পরে পেশাগত ডিগ্রি ডিএআইবিবি অর্জন করেন।

মো: আমিনুল ইসলাম রোটারি ক্লাব অব সিলেট সিটির পাস্ট প্রেসিডেন্ট এবং রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর অ্যাসিস্টেন্ট গভর্নর (২০২৩-২৪) ছিলেন। তিনি সিলেট সাহিত্য কেন্দ্র এবং খোয়াই সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। চাকুরির পাশাপাশি তিনি লেখালেখির সাথে সংশ্লিষ্ট আছেন। “প্রশান্তির আচ্ছাদন”ও “শ্রাবণে বসন্তের আকাশ” নামে তাঁর দুইটি কবিতার বই প্রকাশিত হয়েছে।

পারিবারিক জীবনে আমিনুল ইসলাম দুই পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তাঁর দুই পুত্র সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও কন্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তাঁর সহধর্মিনী মোছা: দিলারা হাসান একজন সুগৃহিনী। বিভিন্ন উপলক্ষ্যে বিভিন্ন সময়ে তিনি সৌদি আরব, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা সফর করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ