ঢাকা বিশ্ববিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রফেসর ডক্টর জালালুর রহমান আর নেই

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রফেসর ডক্টর  জালালুর রহমান আর নেই

কানাইঘাট উপজেলার অহংকার, কানাইঘাট এর কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান (ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) বিভাগের চেয়ারম্যান জালালুর রহমান আর নেইৃৃৃ.. ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
গত ১৮ জুলাই দিবাগত রাত ঢাকার বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। পরিবারের সুত্রে জানা যায়, তিনি প্রতিদিনের মতো রাত ১০টায় যথারীতি ঘুমিয়ে পড়েন কিন্তু রাত ১২টায় ঘুম থেকে জেগে উঠেন এবং জানান শরীরে খুবই সমস্যা হচ্ছে। এরপর হাসপাতালে নেওয়ার সময় রাত আনুমানিক ২ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর সময় তিনি ১ ছেলে ৩ মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁহার গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার কান্দলা গ্রামে। ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী ছেলে দেশে আসার পর গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ