নগরীর ঘাসিটুলায় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

নগরীর ঘাসিটুলায়  স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বিশিষ্ট শিক্ষাবিদ, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, ভালো শিক্ষার্থী হলেই হবে না, আদর্শবান মানুষ চাই। সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। দেশ গড়ায় নেতৃত্ব দিতে হলে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে কাজ করতে হবে দেশ ও মানুষের কল্যাণে। ১৮ জুলাই শুক্রবার বিকেলে ঘাসিটুলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ঘাসিটুলা আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সভাপতি সাইদুর রহমান বুদুরী এর সভাপতিত্বে এবং জাহিদ আহমদ ও শাহরিয়ার আহমদ নাইম এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী এডভোকেট ছাইদুর রহমান জিবেব, ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সহসভাপতি মোঃ মোস্তফা কামাল, সিটি সুপার মার্কেটের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান রজব, আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মোঃ মঈনুদ্দিন, অলিউর রহমান সাজন,সাবেক কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, শেখ মঈনুদ্দিন, ফরহাদ হাসান কাইয়ুম, পাপলু মিয়া, রুকনুজ্জামান রোকন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ