এসএসসিতে ‘গোল্ডেন এ প্লাস” বড় হয়ে ডাক্তার হতে চায় আহনাফা করিম চৌধুরী

প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২৫

এসএসসিতে ‘গোল্ডেন এ প্লাস”  বড় হয়ে ডাক্তার হতে চায়  আহনাফা করিম চৌধুরী

এবার এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে নগরীর দরগা গেইট এলাকার ডাক্তার নুরুল করিম চৌধুরীর মেয়ে আহনাফা করিম চৌধুরী। সে স্কলার্সহোম পাঠান টুলা শাখার বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার এমন সাফল্যে আপ্লুত মা জুররাত আকছা ও বাবা ডাক্তার নুরুল করিম চৌধুরী। জানতে চাইলে আহনাফা বলেন, বড় হয়ে একজন ভালো মানুষ হতে চাই। ইচ্ছা আছে ডাক্তারি পড়াশোনা করার। আমি সর্বোপরি সকলের দোয়া চাই। উল্লেখ্য নুরুল করিম চৌধুরীর ৩ মেয়ে ১ ছেলে আরও ২ মেয়ে জমজ আনজুম করিম চৌধুরী ও আরহাম করিম চৌধুরী গত বছর দুজনই এইচ এস এসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে। স্কলার্স পেয়ে এমবিবিএস পড়ার জন্য জুলাই এর শেষের দিকে বিদেশে পাড়ি জমাবে। প্রেস-বিজ্ঞপ্তি।