অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষকের পাশে //ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৫

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষকের পাশে //ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো দরিদ্র বর্গাচাষী আসিদ আলীর পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক, আইনজীবী ও দৈনিক পূণ্যভূমি পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। এই মানবিক উদ্যোগ ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
গত সোমবার, ৭ জুলাই গভীর রাতে ভয়াবহ আগুনে আসিদ আলীর বসতভিটা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে তার ঘরবাড়ি, কাপড়চোপড়, আসবাবপত্রসহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। হতভাগ্য এই কৃষক পরিবার সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে চরম দুঃসময় পার করছিলেন।
এমন করুণ পরিস্থিতিতে আজ বুধবার (৯ জুলাই) সকালে সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজ নিতে উপস্থিত হন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ সহকারে শোনেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভিটেমাটি নিজে চোখে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী তাৎক্ষণিকভাবে আসিদ আলীর পরিবারকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। একইসাথে, তিনি গৃহনির্মাণে আর্থিক সহায়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তার এই সহযোগিতা যেন সেই ভাঙা ঘরের মধ্যে আশার আলো হয়ে দেখা দেয়।
এ প্রসঙ্গে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ইবাদত। সমাজের সকল স্তরের মানুষ যদি সামর্থ্য অনুযায়ী একে অপরের পাশে দাঁড়ায়, তাহলে কোনো বিপদেই মানুষ একা থাকবে না। আমি আসিদ ভাইয়ের পরিবারের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
ব্যারিস্টার মোস্তাকিমের এই মানবিক পদক্ষেপ স্থানীয় জনগণের হৃদয়ে প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, দুর্যোগে একজন জনদরদী মানুষ যেভাবে ছুটে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা সত্যিই অনুকরণীয় ও অনুসরণীয়।এই অগ্নিকাণ্ড ও এর পরবর্তী সময় যেন আমাদের সমাজকে মনে করিয়ে দেয়-আজকের দিনে এখনো কিছু মানুষ আছেন, যারা নিঃস্ব মানুষের কান্না বুঝতে পারেন, তাদের পাশে দাঁড়ান, ভালোবাসা ও সহানুভূতির হাত বাড়িয়ে দেন।