নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েটস প্রফেসর হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ হাবিবউল্লাহ সেলিম বলেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট। সূচনালগ্ন থেকে সংগঠনটি নবীগঞ্জ উপজেলার দারিদ্র ও পিছিয়ে পরা জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিবারের ন্যায় এবারও সুবিধা বঞ্চিত নারীদের স্বাবলম্বি করতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, মানব সেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবিকতার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার অর্থ বা প্রতিপত্তির মাধ্যমে নয়, বরং সে অন্যের জন্য কতটা উপকারী হতে পারে তার মাধ্যমে। সমাজে দুঃস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানব সেবা। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা ও আন্তরিকতার প্রমান করেছে এ সামাজিক সংগঠন। তিনি শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসায় নগদ অর্থসহ ২২ জন মহিলাকে সেলাই মেশিন প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক, সিলেট জেলা দায়রা জজ আদালতের এডিশনাল জিপি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল এর পরিচালনয় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর শাহ মোস্তাকিম আলী প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক বয়েতউল্লাহ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিনুজ্জামান জোয়াহির, এস আর চৌধুরী সেলিম, সিলেটের স্বনামধন্য এইমস এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাকারিয়া আহমদ, প্লাটিনাম আইটির স্বত্বাধিকারী সালেহ আহমদ, আবু ইউসুফ, খোরশেদ আলী, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, আব্দুর রহমান তালুকদার, মৌলানা আবু বকর সিদ্দিকী, সৈয়দ আদিল প্রমুখ।
প্রসঙ্গত, বিগত ২০১৭ সাল থেকে সমিতির উপদেস্টা দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা.খালেদ মোহসিন এর উদ্যোগে প্রত্যেক বছর রমজান মাসে এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশ ও বিদেশ থেকে সমিতির বিত্তশালী সদস্যদের নিকট হতে টাকা সংগ্রহ করে প্রতিবারের ন্যায় এবারও যাকাত বিতরণ অনুষ্ঠানটি সফল ও স্বার্থক হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ