ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫
সিলেটে বিভিন্ন পেশায় কর্মরত হবিগঞ্জের বাসিন্দাদের নিয়ে গঠিত হবিগঞ্জ সমিতি সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর একটি অভিজাত হোটেল এর হলরমে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সমিতির সভাপতি ডা.শাহনেওয়াজ চৌধুরী এর সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি ড.জহিরুল হক শাকিল, মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল ড.আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল জিপি, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েটস প্রফেসর হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ হাবিবউল্লাহ সেলিম,সৈয়দ এম এ মুহিত, এডভোকেট আব্দুর রহমান, গাজী আব্দুল মাবুদ মমশাদ, হোসেন আহমদ, শাবিপ্রবি’র সাবেক নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান হাবিব, এডভোকেট ড. শহীদুল ইসলাম, লুৎফুর রহমান মোহন, আব্দুল কুদ্দুস, এডভোকেট এম এ মালেক, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, জামাল তরফদার, আব্দুল আউয়াল প্রমুখ।
বক্তারা বলেছেন, রমজান তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকলকে প্রচেষ্টা চালাতে হবে। রহমত, বরকত ও মাগফেরাতের এ মাসের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মৌলানা বদর উদ্দিন ইসহাক আলমাদানী।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech