ঢাকা ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫
সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩৬নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে ৩৬ নং ওয়ার্ডের বালুচর প্রাইমারী স্কুল মাঠে এই কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন হয়।ওয়ার্ড আহবায়ক কাজী মুহিবুর রহমানের সভাপতিত্বে এবং সরকারি কলেজের সাবেক সভাপতি, মহানগর যুবদলের সহসভাপতি মইনুল ইসলাম এর পরিচালনায় কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরি ফয়ছল, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সায়েফ মাহবুব, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুুমিনুল ইসলাম মুমিন,সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী,জেলা যুবদলের সহ-সভাপতি কবির উদ্দিন। আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন, যুবদল নেতা আব্দুল মালেক সুমন, শ্রমিকদল নেতা ফয়সল আহমদসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে ওয়ার্ডের পাড়া কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তাদের আগামীদিনের ৩৬ নং ওয়ার্ডের নেতৃত্ব নির্বাচিত করেন। কাউন্সিলে ১৩১টি ভোটের মধ্যে ১২৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদে ৩৬ নং ওয়ার্ডের সভাপতি আল মামুন খান ৮০টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: শহিদ আহমদ পান ৪৩ ভোট। আর সাধারণ সম্পাদক প্রার্থী মো: জমির উদ্দিন ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ শাহাব উদ্দিন পান ২৯ ভোট ্সাংগঠনিক সম্পাদক পদে খবীর আহমদ নুনু মিয়া ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ জালাল উদ্দিন পান ৩২ ভোট । কাউন্সিল পরে ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল মুকিত অপি।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech