ঢাকা ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫
নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচং যাত্রপাশা মহল্লার আরিকুল নেছা বেগম (৫৫) নামের বৃদ্ধা মায়ে’র সন্ধানে ছেলে-মেয়েসহ পরিবারের লোকজন পাগল হয়ে খোজেঁ বেড়াচ্ছে। বুধবার দিন ব্যাপী নবীগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখে না পেয়ে নবীগঞ্জ প্রেসক্লাবে আসেন হারানো মা’কে খোজেঁ পেতে সাহায্যের জন্য। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেন নি। বানিয়াচং বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকাল সাড়ে ৭ টায় নবীগঞ্জের সিএনজি গাড়ী যোগে আসেন। এ ব্যাপারে বানিয়াচং থানায় হারানো ডায়েরী করার জন্য আবেদন করেছেন নিখোঁজ বৃদ্ধার ছেলে শাওন মিয়া।
পরিবারের লোকজন জানান, আরিকুল নেছা বেগম (৫৫) বানিয়াচং যাত্রাপাশা এলাকার আব্দুল হান্নান ওরপে সুমু মিয়ার স্ত্রী। তিনি ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে হাতে বাজার খরচের ব্যাগ নিয়ে ঘর থেকে বেড়িয়ে আসেন আর বাড়িতে ফিরে যাননি। উনার পড়নে কালো বোরকা ও নীল কালারের ওড়না ছিল। বাড়ির লোকজন আশপাশ এলাকাসহ স্বজনদের বাড়ি খোজেঁ সন্ধান না পেয়ে বাসস্ট্যান্ডে আসেন। এখানে এসে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখতে পান নবীগঞ্জমুখী একটি সিএনজি গাড়ী যোগে চলে আসতে। ফলে বানিয়াচং থানায় একটি জিডির দরখাস্ত দিয়েই হারানো মা’কে খোজঁতে নবীগঞ্জ আসেন তারা ছেলে শাওন মিয়া এবং মেয়ে তাসলিমা আক্তার। তারা নবীগঞ্জের সম্ভাব্যস্থানে খোজেঁ না পেয়ে নিরুপায় হয়ে নবীগঞ্জ প্রেসক্লাবে আসেন সাংবাদিকদের সাহায্যের জন্য। তাদের মা’কে ফিরে পাবার জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রার্থনা করেন। কোন সুহৃদয়বান ব্যক্তি ছবির বৃদ্ধা মহিলা আরিকুল নেছা বেগমের কোন সন্ধান পাইলে বানিয়াচং থানা পুলিশ, নবীগঞ্জ প্রেসক্লাব এবং তার ছেলে শাওন মিয়া মোবাইলনং-০১৩১২-৪৯৯-১১২ যোগাযোগ করার জন্য আকুতি জানিয়েছেন বৃদ্ধার পরিবার।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech