ঢাকা ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, মরমী সাধক হাছন রাজা লেখনী, গানসহ সাহিত্যকর্মের মাধ্যমে যে আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করলে সমাজ থেকে অশান্তি ও বিশৃঙ্খলা লোপ পাবে। মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে। এই দর্শন মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও দরদ বৃদ্ধি করে। হাছন রাজা ছিলেন উঁচু পর্যায়ের মানুষ। তার আদর্শকে ধারণ করে নিজেদের পরিচালনা করলে আমরাও উঁচু পর্যায়ের মানুষ হতো পারবো।
শনিবার বিকেলে সারদা হলের সম্মেলনকক্ষে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা কমিটি আয়োজিত শনিবার বিকেলে সারদা হলে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলার সভাপতি মোহাম্মদ মোসতাক চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী। তিনি বলেন, বস্তুবাদী দর্শনের বিপরীতে মরমী দর্শন জগতে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। আমাদের সবাইকে হাছন রাজাসহ মরমী সাধকদের দর্শন ধারণ ও চর্চা করে প্রথমে নিজেদের গড়তে হবে। তাহলেই এ দর্শন সমাজে ছড়িয়ে পড়বে।
অভিষেক উদযাপন পরিষদের সদস্য সচিব মাসুদা সিদ্দিকা রুহী এবং হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক লোকমান আলীর যৌথ অনুষ্ঠানে
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক জাসাস সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন তরফদার, শামসুল বাসিত শেরো, বাংলাদেশ বেতার সিলেট এর নাট্য নির্দেশক ও অভিনেতা অরিন্দম দত্ত চন্দন, , হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাউল বিরহী কালা মিয়া, সিলেট জেলা শাখার সহ-সভাপতি সৌরভ সুহেল।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech