হবিগঞ্জ সমিতি সিলেট‘র দ্বি- বার্ষিক সাধারণ সভা হবিগঞ্জ জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবেঃজালাল আহমেদ

প্রকাশিত: ৬:৫০ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৫

হবিগঞ্জ সমিতি সিলেট‘র দ্বি- বার্ষিক সাধারণ সভা  হবিগঞ্জ জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবেঃজালাল আহমেদ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, হবিগঞ্জ জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। সিলেট মহানগরীতে বসবাসরত সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হবিগঞ্জ সমিতি একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে উঠবে এবং সংগঠনটি আরও সুসংহত ও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জেলার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের লীলাভূমি হবিগঞ্জ অবকাঠামো উন্নয়নসহ মানুষের জীবনযাত্রার মানউন্নয়নে যেমন বাড়ছে, তেমনি ওই এলাকা প্রতিনিয়ত যেসব শিল্প কারখানা গড়ে উঠছে তা পরিবেশকে ভয়াবহ হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সুষ্ঠু, পরিকল্পিত শিল্পায়ন ও অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে অপার সম্ভাবনাময় হবে। হবিগঞ্জ বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। সংস্কৃতি, শিক্ষা, আধ্যাত্মবাদ ও সুফিবাদে এক সময় হবিগঞ্জ ছিল সুপরিচিত। সঠিক নেতৃত্বের অভাবে বর্তমানে কিছুটা ঝিমিয়ে পড়েছে। ১১ জুলাই শুক্রবার সন্ধায় নগরীর দরগা গেইটস্থ হবিগঞ্জ সমিতি সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি প্রফেসর ডাঃ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাকিম আহমদ কাওছার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, এম সি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান কবির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড. শাহাব উদ্দিন, সাবেক সভাপতি সাধারণ সভা উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শওকত হোসেন রিপন, শাবিপ্রবি সমাজ কর্ম বিভাগের প্রফেসর ড. আলী ওয়াক্কাস সোহেল, শাবিপ্রবি প্রফেসর মোতাহার হোসেন সোহেল।
মৌলানা শফিউল ইসলাম চৌধুীর কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাসের সাবেক জিএম শহিদুল ইসলাম শামীম এবং বার্ষিক প্রতিবেদন পেশ করেন ও আয় ব্যয়ের হিসেব উপস্থাপন করেন সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী। বার্ষিক সাধারণ সভা শেষে সমিতির ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ ইরফানুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ক্রেস্ট তুলে দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি সাবেক সিসিক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ