ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
দৈনিক পূন্যভূমি এর সম্পাদক মন্ডলীর সভাপতি সিলেটের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও মানব কল্যানে অগ্রণী ভূমিকার অধিকারী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেছেন, মহাবিশ্বে যা কিছু সৃষ্টি হয়েছে সবই স্রষ্টার সৃষ্টি। স্রষ্টার সৃষ্টির মধ্যে মনুষই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। পরম ভালোবাসায় তিনি সৃষ্টি করেছেন মানুষকে। স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছেন মানবীয় গুণাবলি দিয়ে, জ্ঞান, বিবেক ও বুদ্ধি দিয়ে। যে কারণে জীবজগতের মধ্যে মানুষই শ্রেষ্ঠ জীব। কাজেই সেরা হিসেবে মানুষের প্রতি যেমন মানুষের দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তাঁর মহাশক্তির অন্ততঃ কিঞ্চিৎ ক্ষুদ্রাংশ শক্তি তাঁর সৃষ্ট প্রত্যেক জীবের মধ্যেই বিরাজমান। অর্থাৎ জীবজগতের সবকিছুর মধ্যেই তাঁর শক্তির এবং তাঁর অস্তিত্বের উপস্থিতি রয়েছে। কাজেই প্রত্যেক জীবের প্রতি দয়া পদর্শন করা আমাদের প্রত্যেকেরই পরম কর্তব্য। কেননা জীবসেবা করলেই প্রকারান্তরে স্রষ্টার সেবা করা হয়। প্রত্যেক জীবের প্রতি যত্নবান হলে এবং তাদের ভালোবাসলে, তবেই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়। বিভিন্ন সমাজের মানুষ বিভিন্নভাবে স্রষ্টার আরাধনা করে থাকে। আরাধনার পদ্ধতিতে যথেষ্ট ব্যবধানও দেখা যায়। যদিও তার উদ্দেশ্য কিন্তু এক এবং অভিন্ন এবং তা হচ্ছে সৃষ্টিকর্তাকে সন্তষ্ট করা। তিনি সোমবার দুপুরে সিলেটে সৎ পথের পথিক একটি সেবাদানকারী সংগঠন এর উপদেষ্টা আজম খানের স্বদেশ আগমন ও নবগঠিত কমিটি বাস্তবায়নে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্টান প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মঞ্চে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শেফ, দানশীল ব্যক্তি, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠনের উপদেষ্টা আজম খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য নিয়ে আসেন প্রতিষ্ঠাতা পরিচালক ও উপদেষ্টা কাকলি বেগম তিনি বলেন করোনা কালীন সময়ে একদল নার্স মিডওয়াইফ চিকিৎসা সেবার লক্ষ্যে সংগঠন টি গঠন করেন, এখন পর্যন্ত ৯৭টি ক্যাম্পেইন ও ৩ হাজার ব্যাগ ব্লাড দিতে সক্ষম হয়েছে , উল্লেখ্য পথশিশুদের নিয়ে ইভেন্ট, বৃক্ষ রোপণ, ইফতার ত্রাণ বিতরণ সংগঠনের প্রধান কাজ পরবর্তী তে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী রক্তদাতা ভাইরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি সাহিত্যিক অজিত রায় ভজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহবায়ক আকতার হোসেন, জনাব হাজী আব্দুন নূর, সোলায়মান খান, রেজা আহমেদ, আলী নুর রশীদ, জয়নাল আবেদীন, সজীব, পিনু চৌধুরী, টিটু চৌধুরী প্রমুখ।
বিভিন্ন ক্যাটাগরিতে, সিলেটের এক্টিভ সংগঠন ও স্বেচ্ছাসেবী দের সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। সৎ পথের পথিকরা সেবাদানকারী সংগঠন এর ২জন সেরা ভলান্টিয়ার এডমিন হিসেবে সার্টিফিকেট অর্জন করেন, ১ লিজা আক্তার ও ২ সামিয়া রহমান সামি। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সবাইকে ফুল দিয়ে বরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech