ঢাকা ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫
বাংলাদেশ সুপ্রীম কোর্ট অ্যাপিল্যাট ডিভিশনের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মোঃ সাইফ উদ্দিন রতন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তি ও আইনজীবীগণ।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন এডভোকেট মোঃ সাইফ উদ্দিন রতন। এটা অত্যন্ত আনন্দের বার্তা। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা, সুপ্রীম কোর্ট বারের সাবেক নির্বাচিত সদস্য। কুমিল্লা জেলার মেঘনা উপজেলার জলারপার নোয়াগাঁও এর কৃতি সন্তান বর্তমান সিলেট নগরীর ভাতালিয়ার স্থায়ী বাসিন্দা এডভোকেট রতন সিলেট সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রয়াত মোঃ আলমগীর রেনু ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী মোঃ রেজাউল করিম এর ভাই।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, বিজ্ঞ আইনজীবী সাইফ উদ্দিন রতন একজন সৎ ও নিষ্ঠাবান এডভোকেট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষ ন্যায় বিচার পাওয়ার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech