সিলেট মহানগর বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন মো. লুৎফুর রহমান মোহন

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

সিলেট মহানগর বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন মো. লুৎফুর রহমান মোহন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন মো. লুৎফুর রহমান মোহন। সোমবার (০৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। মো. লুৎফুর রহমান মোহন এর আগেও ২০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। মো. লুৎফুর রহমান মোহন বলেন, জাতির সকল ক্রান্তিকালে বিএনপি অতন্ত্র প্রহরীর ভুমিকা পালন করছে। আওয়ামী দুঃশাসনবিরোধী আন্দোলন সংগ্রামের পরিক্ষীত সৈনিক সিলেট মহানগর বিএনপি নেতৃত্বে দেশব্যাপী বিএনপি আরো বেশী শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আমাদের বিশ্বাস। দেশের এই সংকটময় মুহুর্তে জাতীয় নির্বাহী কমিটিতে স্থানপ্রাপ্ত সিলেট নেতৃবৃন্দ জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার পাশাপাশি সিলেট মহানগর বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য নিরলস ভাবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। রাজপথের ত্যাগী নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি গঠন করায় তিনি বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ