ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫
সারাদেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নগরীর ঐতিহ্যবাহী দি এইডেড হাইস্কুল কেন্দ্রে শুরু হওয়া এ পরীক্ষা বেলা ১টায় শেষ হয়। এতে নগরীর ৪২টি ওয়ার্ড থেকে কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি-পঞ্চম শ্রেণির ৮০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন সিলেট সদর এর শিক্ষা অফিসার কাজী জাফর আহমদ।
পরীক্ষা কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায়, ব্যাপক উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়।
বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মুহিবুর রহমান জানান, নগরীর বিভিন্ন স্কুল থেকে এবার মোট ৮০৪ জন শিক্ষার্থী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। দি
এইডেড স্কুল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ও নিরিবিলি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরো আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার দরকার রয়েছে, আর সেটাই করে যাচ্ছে বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজিস্ট্রেশন নং এস-১০২৮/৯৮)।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech