ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫
কর অঞ্চল সিলেট এর কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি দেশ গঠনে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। যারা আজ পুরস্কার পেয়েছেন এটি সাফল্যের স্বীকৃতি সাফল্য বড় অর্জন এবং আজকে যারা জীবন দিয়েছে ত্যাগ স্বীকার করেছে তাদের হাত ধরেই সম্ভাবনার বাংলাদেশ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নিজেকে জাগ্রত করে শিক্ষার্থীরা সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। তোমরা যারা এ কৃতিত্ব অর্জন করেছো অবশ্যই তোমরা মেধাবি। তবে এটাই সব কিছু নয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানুষকে ভালাবাসা মানুষকে জানা। তরুণরা তাদের উদ্ভাবনী চিন্তা চেতনা সাহসের মাধ্যমে স্বপ্ন বাস্তবায়ন করতে চলেছে।
তিনি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে নগরীর মেন্দিবাগস্থ গ্রান্ড সুরমা হোটেলের কনফারেন্স হলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সদস্যদের সংবর্ধনা, সদস্যদের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি বিতরণ, বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আমাদের এই অর্জনকে কোনভাবেই ভুলন্ঠিত হতে দিতে পারি না। আমাদেরকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি সিলেট জেলা কর আইনজীবী সমিতির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কর অঞ্চল সিলেট এর অতিরিক্ত কর কমিশনার মোঃ আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহদ আল করিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সামছুল হক,সিলেট ল’ কলেজ গভণিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিটিএলএ এর সহ-সভাপতি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল ফজল, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ-সভাপতি , মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনাল এর পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী। কর আইনজীবী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক কাওছার মাহমুদ চৌধুরী ও সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন এর যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী অ্যাডভোকেট কাউসার আহমদ। গীতা পাঠ করেন ঋষি কেশ ধর।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech