ঢাকা ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৪
আইন পেশায় অনবদ্য অবদান রাখায় ও কীর্তির স্বীকৃতিস্বরুপ জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক সম্মাননা পদকে ভূষিত হলেন সিলেট এর কৃতি সন্তান দৈনিক পুন্যভূমি সিলেট এর প্রকাশক ও সম্পাদক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
বুধবার ( ৩০ অক্টোবর) বিকেলে ঢাকা পুরানা পল্টন জাতীয় ক্রীড়া পরিষদ ভবন এর এনএসসি টাওয়ার পুষ্পাদাম থাই চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্ট এর কনফারেন্স হলে ‘অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক এর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা ১৫১তম জন্মবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব ও বিটিআরসি এর সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের তাঁর সম্মাননা পদক ঘোষণা করেন। ঢাকা সামাজিক সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মাহবুব আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্মমন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা প্রসারের মাধ্যমেই শেরে বাংলা চেয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতেন। বাংলার মুসলমান যখন অশিক্ষা, দারিদ্র ও হতাশায় ভুগছে তখন তিনিই নিরলস প্রয়াস চালিয়ে এই অধপতিত জাতিকে উদ্ধার করেন। শিক্ষার প্রকৃত আলো জ্বেলে ও প্রজাস্বত্ব আইন প্রণয়নের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ফুটিয়েছিলেন উজ্জ্বল হাসি।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech