ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
>
এলামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশন সাস্ট এর উদ্যোগে অসহায় মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ১১ জানুয়ারী দুপুরে বিম্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুযায়ী বিশ^বিদ্যালয়ের বিভিন্নস্তরের কর্মচারী ও ক্যাম্পাসের আশেপাশে এলাকার দু’শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাস্ট এর প্রেসিডেন্ট মো: মাহফুজুল হক তালুকদার,ভাইস প্রেসিডেন্ট মোঃ রেজাউল করিম হিরন, সাস্ট বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট রাকিব, এলামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর নেতৃবৃন্দ বৃন্দ, বিজনেস এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের এর বর্তমান ছাত্র ছাত্রী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ এবং অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল সাস্ট বিজনেস ক্লাবের সদস্যবৃন্দ। উল্লেখ্য গত আগস্টের শেষ সপ্তাহে এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে কুমিল্লা, ফেনী অঞ্চলের বন্যার্ত মানুষকে সহযোগিতা করা হয়েছিল। প্রথমে উত্তোলিত অর্থের একটি অংশ ব্যবসায় প্রশাসন বিভাগের এক্সিস্টিং শিক্ষার্থীদের মাধ্যমে কুমিল্লায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল। আকস্মিকভাবে উত্তরবঙ্গ, ময়মনসিংহ, নেত্রকোনা আর শেরপুরে বন্যা শুরু হয়। এসব এলাকায় বর্ন্যার্তদের সহযোগিতা করা হয়েছিল। নেত্রকোনায় বন্যার্ত মানুষের [বিশেষ করে বৃদ্ধ ও মহিলা] ঘরবাড়ি নির্মানের জন্য টিন এবং নষ্ট হয়ে যাওয়া ফসল পুনরায় ফলানোর জন্য কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech