ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৫
নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের নিবাসী প্রবীণ সালিশ ব্যক্তিত্ব, সোনাপুর ইসলামিয়া আরাবিয়া মাদারাসার সভাপতি আছমান উল্লাহর জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
রোববার সকাল ১০টায় সোনাপুর ঈদগাহ মাঠে হাজারো মানুষের উপস্থিতে জানাযার নামাজ শেষে গ্রামের গোরস্থানে দাফন করা হয়।
শনিবার ৩টার দিকে তিনি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাহার বয়স হয়েছিলো প্রায় ৮৭ বছর। মৃত্যুকালে ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাবেক এমপি শেখ সুজাত, সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেপু, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মজিদ, শিহাব আহমদ চৌধুরী, , ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বয়েতউল্লা, বিএনপি নেতা আব্দূর রকিব প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech