শতাধিক অসহায় মানুষ পেল বিনামূল্যে চক্ষু সেবা

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫

শতাধিক অসহায় মানুষ পেল বিনামূল্যে চক্ষু সেবা

শাহজালাল আই কেয়ার এর উদ্যোগে রোববার অনুষ্ঠিত হলো “চক্ষু ক্যাম্প। চিকনাগুলে জামেয়া ইসলামিয়া মিফতাউল উলুম মাদ্রাসায় প্রাঙ্গণে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান এ কার্যক্রমে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্পে শাহজালাল আই কেয়ারের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা চোখ ফুলে যাওয়া, লাল হওয়া, চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, ঝাপসা দেখাসহ বিভিন্ন চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেন। দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের বিশেষ ব্যবস্থাও রাখা হয়। আগের ক্যাম্পে শতাধিক মানুষ চিকিৎসা সেবা পাওয়ার পাশাপাশি ৫ জন দরিদ্র রোগীর সফলভাবে বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন হয়, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছিল।
শাহজালাল আই কেয়ার জানায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। নিয়মিত চক্ষু সেবা প্রদানের মাধ্যমে এলাকার দরিদ্র, বৃদ্ধ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা। এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল আই কেয়ার এর চেয়ারম্যান মোঃ শাহেদুূর রহমান, ফিনান্স ম্যানেজার আব্দুল মান্নান, ডিরেক্টর পেসেন্ট কেয়ার শাহ শরীফা আক্তার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ