ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এসএম হাবিবউল্লাহ সেলিম বলেছেন তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। শুধু পুস্তকের লেখাপড়ায় কাঙ্খিত সাফল্য পাওয়া যাবেনা। দেশ, দেশের স্বাধীনতা, মূ্ল্যবোধ, সারা বিশ্ব সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। তিনি বলেন দেশ ও দেশের মানুষের মঙ্গলের ব্রত তোমাদের মননে থাকতে হবে। দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরাও এগিয়ে যাব। ১০ জানুয়ারি শনিবার নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থা’র মেধা বৃত্তি প্রদান
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ হাসান ফাহিম এর পরিচালনায় এবং লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হুমায়ুন কবির আজিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আশরাফ উদ্দিন, নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম,নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া প্রমুখ। অনুষ্ঠানে লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৯নং বাউসা ইউনিয়নের প্রায় ২১ টির অধিক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
৫ম শ্রেণি থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বৃত্তি প্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech