মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ভৃষিত হলেন ডাঃ নুরুল করিম চৌধুরী

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ভৃষিত হলেন ডাঃ নুরুল করিম চৌধুরী

সিলেটের তরুণ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ নুরুল করিম চৌধুরী, মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৫” এ ভূষিত হয়েছেন। চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়া এসোসিয়েশন ফর রাইটস এন্ড কমিউনিটি এর উদ্যোগে বিশিষ্ট গুনীজনদের এ সম্মাননা প্রদান করা।শুক্রবার বিকেল রাজধানীর সেগুন বাগিচা কেন্দ্রীয় কচি কাচার মেলা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পুরস্কার গ্রহণ করে ডাঃ নুরুল করিম চৌধুরী তার বক্তব্যে বলেন, নোবেল পুরস্কার প্রাপ্ত মাদার তেরেসা একজন সম্মানিত ও গুণী সমাজসেবক ছিলেন। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অসহায় মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন এবং সারা বিশ্বের সকল সমাজ সেবকদের রোল মডেল হিসেবে চির অম্লান হয়ে মানুষের হৃদয় স্মরণীয় হয়ে থাকবেন।

ধন্যবাদ জানাই সাউথ এশিয়া এসোসিয়েশন ফর রাইটস এন্ড কমিউনিটির কর্মকর্তাদের যারা এই পুরস্কার প্রদান করে আমাকে সম্মানিত করেছেন। সংগঠনের চেয়ারম্যান এডভোকেট মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হক । আলোচকের বক্তব্য রাখেন শহীহ সোরওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ জিন্নাত জাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন ড. মোহাম্মদ জকরিয়া, অর্থ মন্ত্রনালয়ের সাবেক সচিব ড. মোহাম্মদ শহীদুল হারুন।
এ সময় সংবর্ধিত ব্যক্তিত্ব, গুনীজন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্তরের সাবেক জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ ডাঃ নুরুল করিম চৌধুরী’র হাতে মাদার তেরেসা এ্যাওয়ার্ড ও সার্টিফিকেপরিচালনা তুলে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক এস এম আনোয়ার হোসেন অপু।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ