বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের উদ্যোগে দোয়া মাহফিল

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের উদ্যোগে দোয়া মাহফিল

গণতন্ত্রের কিংবদন্তি নেত্রী, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ২ জানুয়ারি শুক্রবার বাদ মাগরিব হজরত শাহজালাল রহ. দরগাহ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক ডা. শামীমুর রহমান ও সদস্য সচিব প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, প্রফেসর ড. এমদাদুল হক(সিকৃবি), প্রফেসর ড. কাওসার হোসেন (সিকৃবি প্রফেসর ড. আতাউর রহমান (সিকৃবি), অধ্যাপক মোসাদ্দেক আহমেদ চৌধুরী (শাবিপ্রবি) অধ্যাপক ফরিদ আহমেদ,অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, লে. অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, কৃষিবিদ জামিল আহমেদ,কৃষিবিদ মো. আলামিন, কৃষিবিদ আনোয়ার হোসেন, এসোসিয়েট প্রফেসর ডা. শোয়েব আহমেদ (কার্ডিওলোজী) এসোসিয়েট প্রফেসর ডা. শাহ কামাল (ইএনটি), এসোসিয়েট প্রফেসর ডা. আবুল বাশার (এনএসথেশিয়া),সহকারী অধ্যাপক ডা. মো. জামিল আহমেদ (নিউরোলজি), ডা. মো. ইদরিস, ডা. মো. ইরাজ রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক সাদেক আহমেদ, সহকারী অধ্যাপক মাহমুদুল আলম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ