ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
বিয়ানী বাজারের ডাকাতি মামলার আসামিরা আরো দুইটি ডাকাতি করে বর্তমানে গোলাপগঞ্জ থানা হেফাজতে রয়েছে।
আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ শাহজাহান কবির (৪৯), পিতা-মৃত হাজী মকরম আলী, সাং-লামা নিদনপুর হাজীপাড়া, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট। বিবাদী ১। আমিনুল হক (৫২), পিতা-মৃত রংগুম আলী, ২। নুরুল হক (৫৫), পিতা-মৃত মুছব্বির আলী ৩। শাহজাহান (৫০), পিতা-মৃত মুছব্বির আলী ৪। সোহেল মিয়া (৪৮), পিতা-মৃত রংগুম আলী, ৫।
জাফর উদ্দিন (৩০), পিতা-মৃত নুরু মিয়া ৬। আজিম (৪৮), পিতা-মৃত তোতা মিয়া ৭। আশিক (২৫), সোহেল মিয়া ৮। আলী ওমর (২২), পিতা-সোহেল মিয়া, সর্ব সাং-নিদনপুর, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট সহ অজ্ঞাতনামা আরও ১৪/১৫ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, বিগত ২৮/০৯/২০২৪ইং তারিখ রাত্রি অনুমান ৩.০০ ঘটিকার সময় আমার বসতবাড়ীতে অজ্ঞাতনামা ডাকাতরা ডাকাতি সংঘটিত করলে আমি বাদী হইয়া অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় অভিযোগ দায়ের করি যাহা বিয়ানীবাজার থানার মামলা নং-১৬, তারিখ ২৯/০৯/২০২৪ইং জি.আর মামলা নং-১০৪/২০২৪ইং, ধারাঃ ৩৯৫/৩৯৭ দঃ বিঃ।
পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ১নং বিবাদীর ছেলে শাকিল আহমদকে মামলায় সংশ্লিষ্ট থাকার কারণে বিগত ০১/১০/২০২৪ইং তারিখে গ্রেফতার পূর্বক বর্ণিত মামলায় আদালতে সোপর্দ করেন। পরবর্তীতে উক্ত আসামী মামলায় জড়িত মর্মে ১৬৪ ধারার বিধান মতে স্বীকারোক্তীমূলক জবানবন্দী প্রদান করে। তার স্বীকারোক্তী মতে মামলায় অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা আসামী শাকিল আহমদ অন্যান্য ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কারণে অন্যান্য মামলায় গ্রেফতার দেখান। যার মধ্যে বিয়ানীবাজার থানার মামলা নং-৪, তারিখ ১১/০৬/২০২৪ইং, জি.আর মামলা নং- ৬৬/২০২৪ইং, ধারাঃ ৩৯৫ দঃ বিঃ। ইহাছাড়া গোলাপগঞ্জ থানার মামলা নং-১৯, তারিখ ২১/০৯/২০২৪ইং, জি.আর মামলা নং-১৬৩/২০২৪ইং, ধারাঃ ৩৯৫/৩৯৭ দঃ বিঃ।
উক্ত আসামী বর্তমানে জেল হাজতে আছে। ১নং বিবাদীর পুত্র আসামী শাকিল আহমদ বাদীর মামলায় ও অন্যান্য মামলায় আসামী থাকায় বিবাদীরা বাদীকে প্রতিনিয়ত ভয়ভীতি ও খুন-খারাবির হুমকি প্রদান করিতেছেন , বাদী যাতে তার মামলা আদালত হইতে উত্তোলন করে নিয়ে আসে। নতুবা বাদীকে বা বাদীর পরিবারের লোকজনকে প্রাণে হত্যা সহ যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাইবে মর্মে প্রচার করিতেছে।
বাদী সহ বিয়ানী বাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমাদের রিপোর্টার ও বৈশাখী টেলিভিশন চ্যানেল সিলেটর ২৪ অনলাইন পোটার্লের সাংবাদিক সহ ১৬-১১-২০২৪ ইং তারিখ গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে দেখা করে ঘটনার সত্যতা জানা গেলো ।
বিয়ানী বাজারের ডাকাতি মামলার বাদী
মোঃ শাহজাহান কবির (৪৯), কে প্রাণনাশের হুমতি দেওয়াতে তিনি বিয়ানী বাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ।
গ্রেফতারকৃত সন্ধিত আসামী শাকিল আহমদ (২৪), পিতা অমিদুলহক,সাংনিদনপুর,থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট গত ০১/১০/২০২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উক্ত আসামী মামলার ঘটনায় জড়িত আছে মর্মে স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেন।
আসামী শাকিল আহমদ তাহার জবানবন্দিতে গ্রেফতারকৃত উপরে উল্লেখিত আসামী জাহেদ আহমদ প্রকাশ জিহাদ (৩৫) ও হারুনুর রশিদ (৪০) ঘয় মামলার ঘটনায় জড়িত আছে মর্মে নাম প্রকাশ করে এমতাবস্থায় মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে উল্লেখিত আসামীদ্বয়কে পুলিশ রিমান্ডে আনিয়া ব্যাপক জিজ্ঞাবাদ করে ঘটনার সত্যতা পাওয়া যায় ।
পরবর্তীতে ফুলবাড়ির একটি ডাকাতি মামলায় উক্ত আসামিরা গোলাপগঞ্জ থানায় আটক দেখিয়ে গোলাপগঞ্জ থানা একদিনের জন্য রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে । এরই জের ধরে আসামির আত্বিয় স্বজনরা বাদীকে ভয়ভিতি পদর্শন করছে ।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমাদের কে জানিয়েছেন অচিরেই ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
নেওয়া হবে ।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech