ঢাকা ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
নর্থইস্ট মেডিকেল কলেজ গভণিং বোর্ডের চেয়ারম্যান ও নর্থইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়াকে তার গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর শনিবার ২রা আগস্ট বাদ আছর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২ বছর। তিনি ২ ছেলে ও ১ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র জামাতা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েটস প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার এসএম হাবিবউল্লাহ সেলিম। এদিকে ডাক্তার আফজল মিয়ার মৃত্যুতের গভীর শোকপ্রকাশ করেছেন হবিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি প্রফেসর ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, বিশিষ্ট কার্ডিওলজিষ্ট প্রফেসর ডাঃ খালেদ মোহসীন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জহিরুল হক শাকিল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালাক(প্রশাসন) হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ বদরুল আমিন, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি আলহাজ¦ মনসুর আলী খান, সাধারণ সম্পাদক সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি এডভোকেট আবুল ফজলা, হবিগঞ্জ সমিতি সিলেটের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, সাবেক ব্যাংকার ছালেহ আহমদ চৌধুরী, সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট জো¯œা ইসলাম, এস আর চৌধুরী সেলিম, বয়েতউল্লাহ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, শাহ আজাদ আলী সুমন প্রমুখু। শোক প্রকাশকারীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্তপরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞানপ করেন। ডাঃ মোহাম্মদ আফজল মিয়া নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাবেক সভাপতি, হবিগঞ্জ সমিতি সিলেটের উপদেস্টা ইনাথগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও নাদামপুর উচ্চ বিদ্যালয়সহ তিনি অসংখ্য সামাজিক কল্যান মূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। অধ্যাপক ডা. মোহাম্মদ আফজল মিয়া দেশের চিকিৎসা শিক্ষা স্বাস্থ্যসেবা ও গবেষণায় অসামান্য অবদান রেখে গেছেন। তিনি শুধু একজন চিকিৎসকই নন, বরং একজন দক্ষ সংগঠক, সমাজসেবক এবং শিক্ষানুরাগী হিসেবে বহুদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এছাড়াও তিনি সাহিত্য সংস্কৃতি অনুরাগী ছিলেন। তিনি লেখালেখিতে বেশ মনোযোগী ছিলেন ও হবিগঞ্জ পরিক্রমার সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটসহ দেশের চিকিৎসা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech