বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ আলেমে দ্বীন মাওলানা ফাতির আলী আর নেই

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ আলেমে দ্বীন মাওলানা ফাতির আলী আর নেই

বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ,আলেমে দ্বীন,সমাজ সেবক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ ফাতির আলী (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। ২০ অক্টোবর রোববার বিকেল তিনটায় নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। আজ সোমবার বাদ মাগরিব দরগাহ হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে জানাযা শেষে দরগাহ এ চির নিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য মাওলানা ফাতির আলী বড়লেখা উপজেলার ইসলামি আন্দোলনের নিবেদন প্রাণ কর্মী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মুর্শিবাদকুরা গ্রামের আদি বাসিন্দা, বর্তমানে বৃহত্তর দরগা বাজার এলাকার অধিবাসী সকলের অত্যান্ত পরিচিত মুখ। তিনি বড়লেখা ও সিলেটজুড়ে সুপরিচিত সমাজসেবী ও সংবাদকর্মী, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান এর পিতা। তাঁর মৃত্যুতে’ উপজেলা বড়লেখাসহ জেলার জনপ্রতিনিধি,রাজনীতিবীদ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী ও পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ