বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মনোনীত হওয়ায় সুদীপ রঞ্জন সেন বাপ্পুকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

বাংলাদেশ  হিন্দু ধর্মীয়  কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি   মনোনীত হওয়ায় সুদীপ রঞ্জন সেন বাপ্পুকে সংবর্ধনা প্রদান

বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেট ও সুনামগঞ্জের ট্রাস্টি নিযুক্ত হওয়ায় শ্রী সুদীপ রঞ্জন সেন বাপ্পুকে শ্রী শ্রী বুড়া শিববাড়ি কার্যকরী পরিষদের পক্ষ থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।
গত শুক্রবার সন্ধায় শ্রীশ্রী বুড়া শিববাড়ীতে সভাপতি শ্রী বিশ্বজিৎ দেবরায় বিশুর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৌমিত্র চৌধুরী শ্যাম, সুপর্ন দে, রতœা দে, এড.দেবতোষ দেব, বরুন দাস,কবির দে, অমিত দে, ভানু দে, সাধন দে সহ অন্যান্যরা। নবনিযুক্ত ট্রাষ্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু বলেন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধ পরিকর। তাই হিন্দুদের বিভিন্ন মন্দির উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সরকার অনেক প্রকল্প হাতে নিচ্ছে। আমার উপর সরকারের দেয়া এই গুরু দায়িত্ব আন্তরিরক ও নিষ্ঠার সাথে পালন করতে বদ্ধ পরিকর। এতে আমি সবার সহযোগিতা ও সহমর্মিতা এবং সকলের আর্শিবাদ কামনা করছি। প্রেসবিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ