বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেট জেলার কেমিস্টস সম্মেলন আজ

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেট জেলার কেমিস্টস সম্মেলন আজ

দেশে ঔষধ ব্যবসায় বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানকল্পে ও নকল-ভেজাল ঔষধ প্রতিরোধ সহ সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয়ের লক্ষ্যে আজ ২৯ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় সিলেট মহানগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে কেমিস্টস সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি ময়নুল হক চৌধুরী।
এই উপলক্ষ্যে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেট জেলা শাখার কার্যালয়ে ২৮ ডিসেম্বর রোববার রাত সাড়ে ৭টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এটিএম মোশাহিদ উদ্দিন। সভার সিদ্ধান্ত মোতাবেক উক্ত সম্মেলনে সমিতির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার এবং সম্মেলনকে সফল করার জন্য উদাত্ত আহবান জানানো হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সমিতির পরিচালক যথাক্রমে আব্দুল করিম বড় ভূঁইয়া, মোঃ মুবিন আহমদ, জহিরুল ইসলাম, কবির আহমদ ও মাওলানা ফারুক আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ