বাংলাদেশ একাডেমি অফ অপ্টোমেট্রি সিলেট বিভাগীয় কমিটির সংবর্ধনায় প্রফেসর ডা. মোঃ হাসান শহীদ সোহরাওয়ার্দী

প্রকাশিত: ৬:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

বাংলাদেশ একাডেমি অফ অপ্টোমেট্রি সিলেট বিভাগীয় কমিটির সংবর্ধনায়  প্রফেসর ডা. মোঃ হাসান শহীদ সোহরাওয়ার্দী

অপ্টোমেট্রি শিক্ষার রূপকার ও স্বপ্নদ্রষ্টা, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান দেশের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোঃ হাসান শহীদ সোহরাওয়ার্দী বলেছেন, দেশে প্রয়োজনের তুলনায় অপটোমেট্রিস্ট নেই। বিশ্বে অপটোমেট্রি বহুল প্রচলিত নাম হলেও বর্তমানে বাংলাদেশে অপটোমেট্রি শিক্ষা খুবই সীমিত আকারে পরিচালিত হচ্ছে। একজন চিকিৎসকের সাথে চারজন অপটোমেট্রিস্ট থাকার কথা থাকলেও দেশে তার সংখ্যা একেবারে সীমিত। তাই বছরে ৫০০ অপটোমেট্রিস্ট তৈরি করতে হবে। চোখের সুরক্ষা, দৃষ্টির পরিচর্যা এবং জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে অপটোমেট্রি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে একটি সুদৃঢ় কাঠামোর মধ্যে আনা এখন সময়ের দাবি। ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের কনফারেন্স হলে বাংলাদেশ একাডেমি অফ অপ্টোমেট্রি (বিএও) বিভাগীয় কমিটি আয়োজিত দেশের বরণ্যে চিকিৎসক পুণ্যভূমি সিলেটে আগমন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন চক্ষু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মিজানুর রহমান, বাংলাদেশ একাডেমি অফ অপ্টোমেট্রি (বিএও) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,শাহজালাল আই কেয়ার হসপিটালের চেয়ারম্যান অপ্টোম মোঃ শাহেদুর রহমান, শাহজালাল আই কেয়ার হসপিটালের মিডিয়া পার্টনার, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, ফিনান্স ম্যানেজার আব্দুল মান্নান, শাহ শরীফা আক্তার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ