বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫

বাংলাদেশের আপোষহীন জাতীয় নেত্রী, বিএনপি চেয়ারপার্সন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন
অর্গানাইজেশনের ফর দি রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দি ইউনাইটেড ন্যাশনস্ কেন্দ্রীয় সভাপতি তফাজ্জল হোসেন চৌধুরী ও মহাসচিব ফয়েজুর রহমান চৌধুরী এমবিই।
এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের জাতীয় উন্নয়ন- অগ্রগতি, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জাতীয় ঐক্য ও সংহতি জোরদারে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন আপোষহীন জাতীয় নেত্রী, গণতন্ত্র ও মানবতার একজন যোদ্ধাকে হারালো।
অর্গ্যানাইজেশনের নেতৃদ্বয় শোকবার্তায় দেশ ও জাতির কল্যাণে বেগম খালোদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা এবং অপরিসীম ত্যাগ-তীতিক্ষার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেইসাথে তাঁরা পরম করুণাময় রাহমানুর রাহিম মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ