ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
সামরিক ব্যক্তিত্ব হয়েও জেনারেল এমএজি
ওসমানী ছিলেন আজীবন বিশুদ্ধ গণতন্ত্রী
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রাণপুরুষ বঙ্গবীর জেনারেল ওসমানী ছিলেন একজন ব্যতিক্রমী আদর্শ মানুষ। ব্রিটিশ
ভারতীয় সেনাবাহিনীর একজন চৌকস তরুণ সামরিক কমান্ডার, পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনীর স্বনামধন্য
কর্মকর্তা এবং সবশেষে আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে
ঐতিহাসিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বিশ্ব সামরিক ইতিহাসে এক অনন্য নজির স্হাপন করেছেন। সেই
সাথে বাংলাদেশ তথা বাঙ্গালিদের বীরের জাতি হিসেবে পরিচিত করেছেন বিশ্ববাসীর কাছে ।
বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় সিলেট মহানগরীর
উত্তর জেলরোড¯’ হোটেল ডালাস-এর সম্মেলন কক্ষে বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন, সিলেট
বিভাগ নাগরিক ফোরাম, সিলেট বিভাগ গণদাবি ফোরাম এবং জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, সিলেট-এর
যৌথ আয়োজনে আলোচনাসভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন এবং সিলেট বিভাগ নাগরিক ফোরাম-এর সভাপতি বিশিষ্ট
সাংবাদিক-লেখক ও ওসমানী বিষয়ক গবেষক মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ
অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, লেখক-কলামিস্ট আফতাব চৌধুরী, শাহজালাল বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, সিলেট মহানগর দায়রা জজ আদালতের
পিপি বদরুল আহমদ চৌধুরী প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে শুভে”ছা বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী
আতাউর রহমান আজাদ এবং জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি এডভোকেট আব্দুর
রহমান চৌধুরী।
বঙ্গবীর ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন
চৌধুরী, সাংবাদিক চৌধুরী দিলওয়ার হোসেন জিলন, সিনিয়র সাংবাদিক আমিরুল হোসেন চৌধুরী এহিয়া ও সমাজসেবী আনোয়ার চৌধুরী প্রমুখ। সাংবাদিক ও সংগঠক হেলাল নির্ঝর এর প্রাণবন্ত সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেব মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর অনুকরণীয় জীবন এবং অসামান্য অবদানের উপর
আলোকপাত করে বলেন যে, সমগ্র দেশ ও জাতি এ মহান ব্যক্তির কাছে অপরিশোধ্য ঋণে আবদ্ধ। আমাদের
গৌরবময় মুক্তিসংগ্রামে ঐতিহাসিক অবদানের পাশাপাশি এ মহানায়ক দেশ ও জাতির কল্যাণে জীবনভর নিরলস
ও নিঃস্বার্থ প্রয়াস চালিয়ে গেছেন। তাঁর অকৃত্রিম দেশপ্রেম, অনুকরণীয় নীতি ও আদর্শবোধ, মানবিক গুণাবলী
আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার অনন্য উৎস হয়ে কাজ করবে অনাদিকাল।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech