ঢাকা ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেছেন আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের মূল্যায়নের দেশ। শিক্ষার্থীরা জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। বৃত্তি একটি স্বীকৃতি হিসেবে মেধাবীরা সম্ভাবনা হয়ে নতুন পথ তৈরি করে এবং মেধাশ্রম দিয়ে বিশ্ব জয় করার লক্ষ্যে নিজের সুদৃঢ় অবস্থান করে নিবে বিশ্বে । নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেলের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, নবীগঞ্জ কল্যাণ সমিতি কল্যাণ বয়ে আনবে। নবীগঞ্জ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি স্বনামধন্য উপজেলা। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উপজেলার মানবসম্পদকে আরও দক্ষ করে গড়ে তোলা নবীগঞ্জবাসীসহ সকলের দায়িত্ব। তিনি সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান। সমিতির সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. খালেদ মোহসিন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ।
বিশেষ আলোচকের বক্তব্য রাখেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এসএম হাবিবউল্লাহ সেলিম. সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, বাগের হাট জেলার রেজিস্টার মোঃ আব্দুল করিম দলা মিয়া। আরও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নুরুল হুদা নাঈম, ডাঃ জাকির হোসেন চৌধুরী, ডাঃ সৈয়দ জাফরুল হোসেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপু্, এডভোকেট মিনহাজ্ব গাজী, চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ সভাপতি এমদাদ হোসেন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক ও নাসিব সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট গাজী জিনাত আফজা।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা শফিউল আলম এবং বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন সমিতির কোষাধ্যক্ষ আবু ইউসুফ। অনুষ্ঠানে ১’শ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৪ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech