ঢাকা ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৫
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত গত ১৩ জুন শুক্রিবার সন্ধায় নগরীর একটি অভিজাত হোটেল এর সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সহ- সভাপতি ছালেহ আহমদ চৌধুরী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী এডভোকেট মোঃ আবুল ফজল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার মোঃ মিজানুর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েটস প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এস এম হাবিবউল্লাহ সেলিম, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, নবীগঞ্জ কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুল করিম দলা মিয়া, সিনিয়র আইনজীবী এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট জো¯œা ইসলাম।
আরও বক্তব্য রাখেন, শাহজালাল উপশহর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ হাসান, শামসুল হুদা চৌধুরী, জিয়াউল হক, জাহানারা বেগম, মোঃ হাফিজুর রহমান চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু বকর সিদ্দিকী এবং দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলনা শফিউল ইসলাম চৌধুরী। উল্লেখ্য ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প, বার্ষিক সাধারণসভা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং কার্যকরী কমিটির অভিষেক বাস্তবায়নে বিষয়ে সিদ্ধান্ত সভায় গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech