ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫
পবিত্র রমজান মাস উপলক্ষে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ মার্চ বিকেল ৫ টায় নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সমিতির সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট সমিতির প্রধান উপদেস্টা প্রফেসর ডাঃ খালেদ মহসিন। সমিতির সাধারণ সম্পাদক সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসলী মোঃ আবুল ফজল এডভোকেট এর উপস্থাপনায় আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েটস প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ হাবিবউল্লাহ সেলিম, প্রকৌশলী নজরুল হাকিম, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ জাকির হোসেন চৌধুরী, শাবিপ্রবি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হাকিম শোভন, সমিতির সহ-সভাপতি ছালেহ আহদ চৌধুরী, সিলেট বিআরটি কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরী, সুপ্রীমকোর্ট আপীল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, জেলা রেজিস্টার আব্দুল করিম দলা মিয়া, শাহ মোস্তাকিম প্রিন্স।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা আবু বকর সিদ্দিকী এবং ইফতারের পূর্বে এক বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শফিউল ইসলাম চৌধুরী । দোয়ায় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। প্রধান অতিথি বলেন, রমজান কেবল আত্মসংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। রোজার মাধ্যমে ব্যক্তির মধ্যে নৈতিক উন্নয়ন ঘটে এবং মানবিক গুণাবলি বিকশিত হয়। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech