নবীগঞ্জে সুমি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

নবীগঞ্জে সুমি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

এটিএম সালাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) ।।
নবীগঞ্জের মেয়ে সুমি দাশ চৌধুরী তার শশুর বাড়ি সুনামগঞ্জে স্বামী, শশুর শাশুড়ী কর্তৃক হত্যার প্রতিবাদে এবং ঘাতকদের ফাঁসির দাবীতে রবিবার বিকালে নবীগঞ্জ শহরে এক মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাংবাদিক সমাজ অংশ গ্রহন করেন। তারা এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, ছাত্র নেতা ও সাংবাদিক তৌহিদ চৌধুরী, রায় মোহন পুরকায়স্থ, পিকু দাশ, সুমন দাশ ও নিহত সুমির ভাই সাংবাদিক মিল্টন দাশ জয় প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারী স্বামীর পরকিয়ায় বাঁধা দেয়ায় স্বামী কিশাল শেখর তালুকদার, শশুর কুলেন্দ্র শেখর তালুকদার ও শাশুড়ী রিপা রানী দাশ মিলে শ্বাসরুদ্ধকরে গৃহবধূ সুমি দাশকে হত্যা করে। নিহত সুমি নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের ধনরঞ্জন চৌধুরীর মেয়ে। দু ভাই বোনের মধ্যে সুমি ছোট। ভালবেসে বিয়ে হয় সুনামগঞ্জের ধোপাখালী এলাকার কুলেন্দ্র শেখর তালুকদারের ছেলে কিশাল শেখর দাশের সাথে। বিয়ের কয়েক মাসের মাথায় সুমি জানতে পারেন তার স্বামী কিশাল শেখর একটি মুসলিম মেয়ের সাথে পরকিয়ায় জড়িত। এ নিয়ে প্রায়ই বাকবিতণ্ডা হতো। স্বামী ও শশুর, শাশুড়ির নির্যাতনে অতি কষ্টে কাটতো সুমির জীবন।
গত ৭ জানুয়ারী সুমি ও তার স্বামী কিশাল শেখরের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে স্বামী, শশুর ও শাশুড়ী মিলে সুমিকে শ্বাসরুদ্ধকরে হত্যা করা হয়। এমন অভিযোগে সুমির মা সুনামগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ স্বামী কিশাল শেখর কে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেন। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শশুর শাশুড়ী পলাতক রয়েছে। মানববন্ধনে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তাগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ