ঢাকা ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫
নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের এক লন্ডন প্রবাসীর বাড়ি থেকে দেশিয় একটি পাইপগান পুলিশ উদ্ধার করেছে। উক্ত পাইপগানটি পরিত্যাক্ত অবস্থায় লন্ডন প্রবাসী পুকুর পাড়ে পাওয়া যায়। গতকাল বুধবার বিকালে পাইপগানটি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ আউশকান্দি ইউপির জালালপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী ইকবাল মিয়ার বাড়ির সামনে পুকুর ঘাটের পাড়ে দেশীয় লোহার ও প্লাস্টিক এর তৈরি পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে । নবীগঞ্জ থানার এসআই কাজল একদল পুলিশ নিয়ে গটনাস্থলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত পরিত্যক্ত পাইপ গানটি জব্দ করেন।
নবীগঞ্জ থানার ইনচার্জ মোঃ কামাল হোসেন, দেশিয় পাইপগান উদ্ধারের কথা স্বীকার করেন। তিনি বলেন আমরা পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি পেয়েছি।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech