ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪
এশিয়া মহাদেশের প্রূখ্যাত চিকিৎসক এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্র আয়োজিত, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর সহযোগিতায় ১৮ অক্টোবর শুক্রবার দিনব্যাপী হৃদরোগ চিকিৎসাসহ এক ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে এ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করেন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট। নবীগঞ্জ উপজেলায় বৃহৎ পরিসরে অনুষ্ঠিত এ ফ্রি-মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপী সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ৫শ’ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ¦বর্তী বানিয়াচং ও বাহুবল উপজেলা থেকেও দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা লাভ করেন। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সভাপতি ছালেহ আহমদ চৌধুরী’র সভাপতিত্বে এবং নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েটস প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এসএম হাবিবউল্লাহ সেলিম , নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন চৌধুরী, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ধ্রুবজোতি চৌধুরী, ডাঃ বর্ণা, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাবরেস্ট্রিার আব্দুল করিম দলা, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ। উল্লেখ্য আগামী ডিসেম্বর বিদেশ থেকে আগত একটি টিম আরও বড় পরিসরে অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা প্রদান করবে।
সম্পাদক ও প্রকাশক এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ উত্তর বালুচর সিলেট
ফোনঃ- ০১৭১২৮৭৩৭১৫
Design and developed by AshrafTech