নগরীর ৭নং ওয়ার্ডবাসীর ভালবাসায় সিক্ত জামাল আহমদ খাঁন

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

নগরীর ৭নং ওয়ার্ডবাসীর ভালবাসায়  সিক্ত জামাল আহমদ খাঁন

বক্তারা বলেছেন, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করা একজন রাজনৈতিক নেতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আর মানুষকে ভালোবাসার ইচ্ছাশক্তি থাকলেই যে, কোনো শ্রেণি পেশার মানুষের মনে জায়গা করে নিতে পারেন তিনি। এলাকার মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়ানো, তাদের সুবিধা অসুবিধার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং সাধ্যমতো এলাকার উন্নয়নের জন্য কিছু করার মাধ্যমেই তিনি আস্তে আস্তে মানুষের আস্থার জায়গায় পরিণত হন। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে আম জনতার ভালোবাসা ও আস্থা অর্জন করে মানুষের মনের মধ্যে জায়গা করে নেওয়া সম্ভব সেটা প্রমাণ করেছেন, সাবেক ছাত্রনেতা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খাঁন। মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় শুক্রবার সন্ধায় ৭নংওয়ার্ড বাসীর উদ্যোগে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
বিশিষ্ট মুরব্বী আরশ আলীর সভাপতিত্বে এবং সিদ্দিক পারভেজ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মল্লিক আহমদ টৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম মখলিছ খান, শাকিল আহমদ খান, শাহী আলম চৌধুরী, মুসলিম উদ্দিন, রেজাউল করিম, নাজিম আহমদ, রফিকুল ইসলাম রফিক, শাহীন আহমদ, মোঃ রফিকুল ইমলাম, মশহুদ আহমদ সায়েম, মোঃ নুর আহমদ. হাবিবুর রহমান সোহাগ, টিপু চৌধুরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ