নগরীর বালুচরে কানাডা বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিক সংবর্ধিত

প্রকাশিত: ৩:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪

নগরীর বালুচরে  কানাডা বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিক সংবর্ধিত

কানাডা পূর্ব বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিক কে সংবর্ধনা দিয়েছে সিলেট মহানগর বিএনপির ৩৬নং ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠন। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে কানাডা প্রবাস জীবনে থেকেও দেশের মামলা হামলায় নির্যাতিত নেতাকর্মীদের সহযোগিতা করে আসছেন সেখানে সিলেটের মানুষের সুখে দুঃখে পাশে থাকায় সিলেট আগমন উপলক্ষে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধায় নগরীর বালুচর সোনার বাংলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ৩৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর যুবদলের সহ-সভাপতি সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মঈনুল ইসলাম এর পরিচালনায় ৩৬নং ওয়ার্ড কমিটির আহবায়ক মোঃ জমির উদ্দিন এর সভাপতিত্ব সংবর্ধিত অতিথির বক্তব্যে এ সময় দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এজাজ আক্তার তৌফিক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। মাঠে, ঘাটে, জঙ্গলে তারা রাত্রী যাপন করে পালিয়ে বেরিয়েছে। তখন আমি প্রবাস থেকে পাশে থাকার চেষ্টা করেছি। কানাডার টর্নেডোতে আশি ভাগ সিলেটি বাঙ্গালী আমরা একে অন্যের স্বজন হিসেবে সেখানে বসবাস করি। আজ এখানে এসে বুজতে পারলাম সিলেট বিএনপির ঘাাটি। আগামী দিনেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করার উদাত্ত আহবান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাডা শাখা বিএনপির ভাইস প্রেসিডেন্ট আনসার আহমদ, সিলেট জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, ৩৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট জেলা যুব দলের যুগ্ম আহবায়ক এনামুল হক চৌধুরী শামীম, ইকবাল হোসেন গেদু, হোসেন আহমদ, আব্দুল মালেক সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন, সৈয়দ আজমল আলী, কাচা মিয়া, দেলোয়ার আহমদ, তোফায়েল আহমদ, সৈয়দ আকবর এছাড়াও মহানগর বিএনপি ৩৬ নং ওয়ার্ডের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ